Home শিক্ষা ও সাহিত্য ভাষা

ভাষা

।। মাহদী হাসান মিরাজ ।।

ভাষাটা বাংলা হবে
এ আশা বুকে যবে
জাগলো তাদের মন মননে।

শোনা যায় ভিন্ন কথা
ভেঙ্গে দেয় নিয়ম যথা
এ দাবী মানবে কেন সব চরণে?

ছিল মাস ফাল্গুণে ওই
আকাশে কামরুন ও সই
প্রতিবাদ করবে মিলে সব স্বজনে।

শ্লোগানে মুখ ভরে খুব
যোগানে বিস্তরে ডুব
রাজপথ কাঁপলো তাদর জিদ করণে।

হায়েনার ক্ষিপ্ত বুলি
বারুদের তপ্ত গুলি
হাসি মুখ মগ্ন ছিল স্বাদ বরণে।

তাদেরই প্রজন্ম আজ
জেগে রই বাংলাতে সাজ
ডাকি সুর সুধা দিয়ে সেই স্বরণে।