Home বিজ্ঞান ও প্রযুক্তি ডিজাইন বিরোধে দীর্ঘ ৭ বছরের ঠান্ডা লড়াইয়ে ইতি টানার সিদ্ধান্ত নিল...

ডিজাইন বিরোধে দীর্ঘ ৭ বছরের ঠান্ডা লড়াইয়ে ইতি টানার সিদ্ধান্ত নিল অ্যাপেল ও স্যামসাং

অবশেষে, দীর্ঘ সাত বছরের ঠান্ডা লড়াইয়ে ইতি টানার সিদ্ধান্ত নিল দুই সংস্থা৷ মার্কিনী সংস্থা অ্যাপেল এবং দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং৷ অ্যাপেল আইফোনের ডিজাইনকে অবৈধভাবে নকল করার অভিযোগ ছিল দক্ষিণ কোরিয়ান এই সংস্থার বিরুদ্ধে।

আমেরিকার জেলা আদালতে শর্তসাপেক্ষভাবে নিষ্পত্তি হয় এই মামলার।

মামলার রায় যদি অ্যাপেলের পক্ষে যায় সেক্ষেত্রে স্যামসাংকে দিতে হবে আরও ১৪০ মিলিয়ন ডলার অতিরিক্ত৷ মার্কিনি সংস্থার সদস্য মামলাটির মীমাংসার বিষয়টিকে কোনরকম মন্তব্য করতে অস্বীকার করেন৷ তিনি বলেন, আমাদের কাছে ডিজাইন ভীষণ গুরুত্বপূর্ণ৷ এই মামলার ক্ষেত্রে টাকার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিজাইনটি৷ অন্যদিকে, অ্যাপেলের এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন স্যামসাংয়ের উদ্যোক্তারা৷