হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, মোবাইল ইহুদীদের তৈরি এবং আবেদন জানাইছেন পিতা-মাতা ও অভিভাবদের প্রতি, নিজ ছেলেমেয়েদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে। তিনি কোনটাই বাড়িয়ে বলেন নাই।
যাকে ফাদার অব সেল ফোন টেকনোলজি বলা হয় মার্টিন কুপার, তিনি একজন ইহুদীই ছিলেন। ১৯৭৩ সালে যখন তিনি দেখলেন- তিনি ওয়ারলেস কল করতে পারছেন, তখন কাকে কল করবেন- এটা ভেবে তিনি আরেকজন ফেলো ইহুদীকেই কল করেছিলেন। এটাই সেল ফোনের ইতিহাসে প্রথম কল।
আর মুরুব্বী হিসেবে হেফাজত আমীর সেল ফোন থেকে অপরিণত বয়সীদের যে দূরে রাখতে অনুরোধ করছেন, সেইটা কি ভুল বলছেন? আপনি একজন পিতা হিসেবে কি এইটাই চান না?
তবে সংবাদ যেভাবে প্রকাশিত হয়েছে, তাতে কেউ কেউ মনে করতে পারেন- হুজুরের বক্তব্যে ইহুদীদের বিরুদ্ধে একটা বর্ণবাদী ইশারা আছে। এইটা বক্তব্যের দুর্বলতা, নাকি সংবাদ কর্মীর সংবাদ পরিবেশনের দুর্বলতা; সেইটা পরখ করার দরকার আছে। মুল বক্তব্যটা দেখেন, তাইলে দেখবেন বর্ণবাদী ইশারা বলে যেইটারে মনে করতেছেন, সেইটা খাপছাড়া লাগতেছে।