Home ধর্মীয় প্রশ্ন-উত্তর ফজরের আযানের পর নফল নামায পড়া যাবে কি?

ফজরের আযানের পর নফল নামায পড়া যাবে কি?

প্রশ্নঃ ফজরের আযানের প্রথম ওয়াক্ত হওয়ার পূর্বে কোন প্রকার নফল নামায পড়তে শরীয়তে নিষেধ আছে কি?

– মুহাম্মদ আব্দুস সালাম, আলীরটেক, নারায়ণগঞ্জ।

উত্তর: সুবহে সাদিক উদিত হওয়ার পর ফজরের সুন্নাত ভিন্ন যে কোন নফল নামায পড়া মাকরূহ। সুবহে সাদিক উদিত হওয়ার পূর্বে পড়া মাকরূহ নয়।

আরো বিস্তারিত জানার জন্য দেখা যেতে পারে- দুররুল মুখতার- ১/৩৭৫, ফতোওয়ায়ে আলমগিরী-১/৫২, হালবী কাবীর-২৩৯ ও বাহরুর রায়েক্ব-১/২৫৩ পৃষ্ঠা দ্রষ্টব্য।

জবাব লিখেছেন- মুফতী মুনির হোসাইন কাসেমী

ফাযেলে দারুল উলূম দেওবন্দ (দাওরা ও ইফতা), সিনিয়র মুহাদ্দিস- জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা এবং উপদেষ্টা সম্পাদক- উম্মাহ ২৪ডটকম।