Home জাতীয় বিশ্বে ২৪২ মিলিয়ন মানুষ বাংলায় কথা বলেন

বিশ্বে ২৪২ মিলিয়ন মানুষ বাংলায় কথা বলেন

উম্মাহ ডেস্ক:  মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। বিশ্বে কয়েকশত কোটি মানুষের মুখে প্রায় চার হাজার রকমের ভাষা প্রচলিত রয়েছে। সমগ্র পৃথিবীর মানুষের মুখে প্রচলিত এই ভাষা সম্পর্কে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি রিপোর্ট থেকে জানা যায় যে, বিশ্বে সব থেকে বেশি লোক কথা বলেন চাইনিজ ভাষায়।

বিশ্বে প্রায় ১,২৮৪ মিলিয়ন মানুষ এই চাইনিজ ভাষায় নিজেদের মনের ভাব প্রকাশ করেন। দ্বিতীয় স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। প্রায় ৪৩৭ মিলিয়ন মানুষ এই স্প্যানিশ ভাষায় কথা বলেন। তৃতীয় স্থানে রয়েছে ইংরাজি ভাষা এবং চারে রয়েছে আরবি ভাষা। ২৬০ মিলিয়ন মানুষের ভাষা হিন্দি যা পঞ্চম স্থান অধিকার করে আছে। ষষ্ঠ স্থান অধিকার করেছে আমাদের মাতৃভাষা বাংলা। ২৪২ মিলিয়ন মানুষ এই বাংলা ভাষায় কথা বলেন বলে উল্লেখ পাওয়া যায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে।