Home আন্তর্জাতিক এনএবি’র তদন্ত দলের সামনে হাজির হননি ইমরান, বুশরা

এনএবি’র তদন্ত দলের সামনে হাজির হননি ইমরান, বুশরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি ১৯০ মিলিয়ন পাউন্ডের তদন্তে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি)-এর সামনে হাজির হতে ব্যর্থ হয়েছেন। প্রাক্তন ফার্স্ট লেডিকে সম্পূর্ণ কেস রেকর্ড সহ এনএবি-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

মামলায় সমন জারি করা সত্ত্বেও স্বামী-স্ত্রী জুটি ব্যুরোর রাওয়ালপিন্ডি অফিসে হাজির হননি। তাদের আজ সকাল ১০টায় এনএবি কার্যালয়ে আসতে বলা হয়েছে।

এর আগে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট মামলায় ২৩ মে পর্যন্ত সুরক্ষামূলক জামিন দেওয়া হয়েছিল।

আরও পড়তে পারেন-

বুশরা বিবিকে কেস রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিসহ এনএবি’র রাওয়ালপিন্ডি অফিসে তলব করা হয়েছিল। তাকে ব্যুরোর সম্মিলিত তদন্ত দলের সামনে হাজির হতে বলা হয়েছে।

এর আগে, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে নোটিশ দেওয়ার জন্য এনএবির তিন সদস্যের একটি দল ইমরান খানের জামান পার্কের বাসায় পৌঁছেছিল।

বিচারপতি শেহবাজ রিজভীর নেতৃত্বে এনএবি-এর একটি ডিভিশন বেঞ্চ আবেদনের শুনানি করেন। এর আগে বুশরা বিবির অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন আদালত।

এনএবি তার রাওয়ালপিন্ডি অফিসে আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই প্রধান এবং তার স্ত্রীকে তলব করেছিল।

উম্মাহ২৪ডটকম: এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।