Home আন্তর্জাতিক ইলমি : সৌদি আরবে প্রতিষ্ঠিত বিশেষ বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র

ইলমি : সৌদি আরবে প্রতিষ্ঠিত বিশেষ বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র

সৌদি আরবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইলমি নামের বিশেষ বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র। এর মাধ্যমে বিকাশ ঘটানো হবে বিজ্ঞান ও প্রযুক্তিকেন্দ্রিক দক্ষতার। গড়ে তোলা হবে বিজ্ঞানমনস্ক এক নতুন প্রজন্ম।

শনিবার (২১ মেদ) এমনই এক তথ্য জানিয়েছে সৌদি আরবভিত্তিক গণমাধ্যম সৌদি প্রেস অ্যাজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের স্ত্রী প্রিন্সেস সারা। এতে পাঠদান করা হবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা কিংবা গণিতসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় ও শাস্ত্র। সৌদি তরুণরা এখানে তাদের পছন্দের যেকোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবে।

আরও পড়তে পারেন-

প্রিন্সেস সারা বলেন, ইলমি হবে সৃজনশীলতা, জ্ঞান-বিজ্ঞানের এক আলোকবর্তিকা। এর মাধ্যমে তরুণরা নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে। দেশ ও দশের উন্নয়নে উজ্জ্বল ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, ইলমি এমন এক প্রজন্ম গড়ে তুলবে, যাদেরকে দেখে পরের প্রজন্ম বিজ্ঞানের আলোকিত ভুবনে আগ্রহী হয়ে উঠবে।

উল্লেখ্য, ইলমি বিজ্ঞানকেন্দ্রটি রিয়াদের মোহাম্মাদ বিন সালমান ননপ্রফিট সিটিতে প্রতিষ্ঠিত হবে। ২০২৫ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। এটি ২৭ হাজার বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

সূত্র : আরব নিউজ।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।