কোনো ডেঙ্গু রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় রেফার না করতে সারাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক আহমেদুল কবির রবিবার (১৭ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন স্থানে কর্মরত সকল সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে এক অনলাইন সভায় এই নির্দেশনা দেন।
আরও পড়তে পারেন-
- কাবলাল জুমা: কিছু নিবেদন
- দারিদ্র বিমোচনে এনজিওদের থেকে কওমি মাদ্রাসার সফলতা বেশি!
- হজ্ব-ওমরায় গেলে আমরা সেখান থেকে কী নিয়ে ফিরব?
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
- সংঘাতবিক্ষুব্ধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শ
তিনি বলেন, ঢাকার বাইরে বসবাসকারী কোনো ডেঙ্গু রোগীকে রাজধানীতে পাঠানো উচিত নয়। ঢাকার তুলনায় বাইরে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা সারাদেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। আমরা এ বিষয়ে সব স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।
ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইনের গুরুত্ব পুনর্ব্যক্ত করে আহমেদুল কবির বলেন, কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, যারা অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছি ।
উম্মাহ২৪ডটকম: এমএ