তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেছেন যে, তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনের গাজার ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নেয়া হবে না।
প্রেসিডেন্টের ডিক্রি অনুসারে, গাজা থেকে আসা স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ তুরস্ক বহন করবে।
তুরস্কের সকল সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এ সুবিধা পাবে গাজার শিক্ষার্থীরা।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
অস্ট্রেলিয়ার আহ্বান
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হাসপাতাল, রোগী, চিকিৎসা ও মানবিক কর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, উত্তর গাজায় ইন্দোনেশিয়ার আর্থিক সহায়তায় প্রস্তুত হাসপাতাল, জর্ডানের ফিল্ড হাসপাতালসহ গাজার হাসপাতালগুলোর ওপর ইসরাইলি হামলায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
বৃহস্পতিবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি অবরোধ ও অভিযানের কারণে গাজার আল-শিফা হাসপাতালে পানি ও খাবারের অভাবে ৭ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ, রোগী ও মেডিক্যাল স্টাফ মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।
‘সেখানে কোনো খাবার, পানি অথবা শিশুদের জন্য কোনো দুধ নেই,’ জানিয়েছে মিডিয়া অফিস।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
উম্মাহ২৪ডটকম: আইএএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।