Home অন্যান্য বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব; বিক্রেতা আমেরিকা

বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব; বিক্রেতা আমেরিকা

0

উম্মাহ অনলাইন: বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে সৌদি আরব। গত কয়েক বছর ধরেই অস্ত্র ক্রেতা দেশগুলোর শীর্ষে অবস্থান করছে এই মুসলিম দেশ। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই’র বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে সৌদি আরব অস্ত্র আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে। গত পাঁচ বছরে দেশটির অস্ত্র আমদানি ১৯২ শতাংশ বেড়েছে। মিশর ও সংযুক্ত আরব আমিরাতও শীর্ষ ১০ অস্ত্র ক্রেতা দেশের তালিকায় রয়েছে।

এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-এই দুটি দেশ মিলে যে পরিমাণ অস্ত্র আমদানি করছে তার পরিমাণ পশ্চিম ইউরোপের সবগুলো দেশের চাইতেও বেশি। 

এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রই এখনও বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা দেশ বলে জানিয়েছে এসআইপিআরআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.