Home পরিবার ও সমাজ অশ্লীল সিনেমা, গান ও কনসার্ট সমাজ ধ্বংস করে দিচ্ছে : সৌদি আরবের...

অশ্লীল সিনেমা, গান ও কনসার্ট সমাজ ধ্বংস করে দিচ্ছে : সৌদি আরবের গ্রাণ্ড মুফতি

অনলাইন ডেস্ক: মক্কা-মদিনাকে বুকে ধারণকারী দেশ সৌদি আরবের গ্রাণ্ড মুফতি শাইখ আবদুল আজিজ বলেছেন, অশ্লীল সিনেমা, গান ও কনসার্ট মানুষের আদর্শিক চেতনাবোধ ও নৈতিকতায় অবক্ষয় ঘটায়। সমাজে এসবের অনুমোদন ও প্রসার ঘটলে নৈতিকতা ও সমাজিক শৃঙ্খলা ধ্বংস হতে থাকে।

সম্প্রতি নিউজ ওয়েবসাইট ‘সবক’কে দেয়া এক সাক্ষতকারে তিনি এসব কথা বলেন। ফরাসি বার্তা সংস্থা সূত্রে গত শনিবার দৈনিক পাকিস্তান উর্দু এ খবর দিয়েছে।

সাক্ষতকারে তিনি আরো বলেন, গান গাওয়া এবং বিনোদনধর্মী সিনেমা অনেক ক্ষেত্রে সময়ের অপচয় ও মন্দ কাজ। গানের মঞ্চে ভালো কিছু নাই। বিনোদনমূলক সিনেমায় অনৈতিক বিষয়গুলো উপস্থাপন করা হয়। তবে, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক বিষয় এবং সুষ্ঠু আদর্শিকতার উপর উপকারী কিছু প্রচার করা হলে তাতে কোনো অসুবিধা নেই।

তিনি আরও বলেন, গানের মঞ্চ প্রথমে নারী-পুরুষদের জন্য আলাদা আলাদা তৈরি করা হলেও পরে সবাই এক হয়ে যায়। এতে করে নৈতিকতা ধ্বংস হয়ে যায় এবং অবাধ ও অবৈধ যৌনতার বিভিন্ন স্তরের প্রকোপ বাড়ে।

অশ্লিল ও অনৈতিকতার প্রতি উদ্বুদ্ধমূলক সিনেমা ও গানের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শয়তানের রাস্তা খুলে দিবেন না।’

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অযৌক্তিক এবং গণবিরোধী: আল্লামা কাসেমী