Home কবিতা কবিতা: ‘শিরোনামহীন’

কবিতা: ‘শিরোনামহীন’

২০১৩ সালে মিসরের কায়রোর রাবা স্কয়ারে সেনা অভ্যুত্থান বিরোধী আন্দোলনে শহীদ হন ১৭ বছর বয়সী আসমা আল-বেলতাগি।

।। মালেকা ফেরদৌস ।।

তোমার কবিতার চিঠি এলো,
তার একটু আগে খানিকটা বৃষ্টি হ’য়ে গেল-
তখন বিকেল-আবছা ছায়ার নিচে
ডুবে ছিল এ শহর আর তুমি নত হ’য়ে আছ প্রার্থনায়।

নীরবে অশ্রুর জলে সিক্ত এক নাদান কবি
শোনে দূর মিনারের আযান,
প্রার্থনা শেষে আল্লাহর কালাম মাখা মুখে
আপু, বলে ডাক দাও।

তুমি কি দেখেছ কীভাবে ফুঁসে উঠেছে
নীলের জল, জ্যোৎস্নায় ভেঙ্গে পড়া আলোয়
‘রাবা আল আদাওয়া স্কোয়ার’!

নিসর্গের গ্রন্থি ছিঁড়ে ঝরে গেল
ইজিপ্টের শুভ্র সেই গোলাপ
দিনের শেষ আলোর সব বরাভব ঢেলে দেয়া
আসমা’র সূচিস্নিগ্ধ মুখ-

আমাদের কন্যা, আমাদের বোন সেই আসমা বেলতাগি!
একটি বারের জন্য হলেও ‘আল্লাহু আকবার’ বলে
সিসি’র সব অবরোধ ভেঙ্গে
উঠে গেছে বেহেশতের সিঁড়ি বেয়ে,
এক অনন্ত আলোর তরঙ্গের ভেতর।

পবিত্র এই মেয়েটির বিশ্রামের জায়গা কি
তাহলে ওখানেই?

এক পিতার মর্মজ্বালা-
বেদনা জমাট বেঁধে পাথর হয়েছে
ব্যাবিলন থেকে মিশর- সমস্ত এশিয়া
আফ্রিকা ইউরোপের সব বাবার হৃদয় কি
এরদোগানের মত কাঁদেনি?

কিংবা মোহাম্মদ বেলতাগির লেখা শেষ চিঠি
দগ্ধীভুত এক পিতার হৃদয়ে
পৃথিবীর কতটা নদীর জল চাই-
তুমি জানো কি ওবায়েদ!

আরও পড়ুন- কবিতা: ‘আমার বাবা’