জেলা সংবাদদাতা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর নির্দেশে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত একাধিক চরাঞ্চলের প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে আসন্ন ঈদকে সামনে রেখে আর্থিক অনুদান প্রদান করেছে টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ।
ছাত্র জমিয়ত বাংলাদেশ টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাহফুজুর রহমানের নেতৃত্বে আজ (১০ আগস্ট) শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তারা এই আর্থিক অনুদান প্রদান করেন । এ সময় স্থানীয় ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ তাদেরকে সার্বিক সহযোগিতা করেন । ছাত্র জমিয়তের নেতা-কর্মীরা চরাঞ্চলের দুর্গত মানুষদের প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন।
জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফেজ আতাউর রহমান মুঠোফোনে উম্মাহ ২৪ ডটকমকে জানান, সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রচুর । কিন্তু চাহিদা অনুযায়ী তাদের কাছে সরকারি বা বেসরকারিভাবে এখন পর্যন্ত তেমন কোন ত্রাণ পৌঁছেনি। অধিকাংশ মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে । নতুন করে মেরামত করার জন্য তেমন কোনো প্রস্তুতি সহায়-সম্বল তাদের নেই । সবার উচিত যার যার অবস্থান থেকে এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ।
প্রতিনিধি দলে আরো যারা ছিলেন জেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সহ অর্থ সম্পাদক আবদুল লতিফ, প্রশিক্ষণ সম্পাদক রহমাতুল্লাহ, সহপ্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন খান, সাহিত্য সম্পাদক মুহাম্মদ সোহরাব হোসাইন, কার্যকরী সদস্য জাহাঙ্গীর হুসাইন, ছাত্র জমিয়ত ভূঞাপুর শাখার প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, সহপ্রচার সম্পাদক সামিউল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুল্লাহ মামুন, আব্দুল আহাদ, আশিকুল ইসলাম প্রমুখ।