Home জাতীয় জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

0
ছবি- সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জাবি ভিসির বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে পুলিশের সামনেই আন্দোলনকারী শিক্ষকদের লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে হামলার ঘটনার পরও আন্দোলনকারী শিক্ষকরা ভিসির বাসভবনের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন। তবে হামলার পর ঘটনাস্থল থেকে চলে গেছেন সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ভিসির বাসভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এসময় জাবি ভিসি নিজের বাসভবনেই ছিলেন।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভিসির অপসারণ দাবিতে চলমান অবরোধে টানা ১০ দিন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.