Home জাতীয় করোনার উপসর্গ নিয়ে খাদ্য মন্ত্রণালেয়র অতিরিক্ত সচিবের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে খাদ্য মন্ত্রণালেয়র অতিরিক্ত সচিবের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী গৌতম আইচ সরকার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক পরিচালক ছিলেন।

শনিবার (৯ মে) সকালে জ্বর, অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব বিষ্ণু কুমার সরকার।

আরও পড়তে পারেন-

আজকে আল্লাহর রহম ছাড়া পরিত্রাণের কোন উপায় নেই!

যুগে যুগে মহামারীর ইতিকথা

‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ

কোভিড-১৯ মহামারী এবং ইসলামের শিক্ষা: ফরহাদ মজহার

‘আমাদেরকে যুদ্ধের চেয়ে অনেক বড় কর্মযজ্ঞে নামতে হবে’

তিনি বলেন, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন শ্রী গৌতম আইচ সরকার। তার কিডনির সমস্যাও ছিল। ডায়ালাইসিসের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যেতে বলেন। সেখানে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সচিব শ্রী গৌতম আইচের করোনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

করোনাইরাস: ঢাকাসহ হটস্পটগুলোতে বেশি সংক্রমণের ক্ষেত্রে ধনী-গরিবের অবস্থান কি কোন ভূমিকা রেখেছে