Home জাতীয় নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ছাত্র অধিকার সংরক্ষণের বিক্ষোভ

নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ছাত্র অধিকার সংরক্ষণের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার অনুসারীদের বিরুদ্ধে মামলা-হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সংগঠনটি।

এসময় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো রাশেদ খান বলেন, আমাদের পাশেই ছাত্রলীগ অবস্থান নিয়েছে যেকোন সময় হামলা করতে পারে। এসময় বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওয়ানা হয়।

আরও পড়তে পারেন-

সোমবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ এবং নুরসেহ ৭জনকে আটকের পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আজকের বিক্ষোভ কর্মসূচী দিয়েছিল।

অবশ্য ভিপি নুরকে রাত পৌনে একটার দিকে পুলিশ ছেড়ে দেয়। কিন্তু আজ সকালে কতোয়ালী থানায় তার বিরুদ্ধে এক নারীকে অপহরণ ও ধর্ষণ এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের হয়েছে। ##

উম্মাহ২৪ডটকম: এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।