Home রাজনীতি পুলিশী হেফাজতে মৃত্যু, ধর্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ

পুলিশী হেফাজতে মৃত্যু, ধর্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ

পুলিশী হেফাজতে মানুষ হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে বিএসএফ কর্তৃক ক্রমবর্ধমান হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জিনা-ব্যভিচার ও ধর্ষণ প্রতিরোধে সমমনা দল সমূহের ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আজ (২২ অক্টোবর) বৃহস্পতিবার বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমমনা ইসলামী দলসমূহ বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করবে।

সমমনা ইসলামী দলসমূহের নেতা মাওলানা আব্দুর রব ইউসুফী উম্মাহ’কে কর্মসূচী পালনের তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়তে পারেন-

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। উপস্থিত থাকবেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. মোঃ ঈশা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।

প্রশাসনের অনুমোদনসহ যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে মর্মে জমিয়তের প্রচার সম্পাদক ও কর্মসূচী বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা জয়নুল আবেদীন গণ মাধ্যমকে জানিয়েছেন।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।