Home শীর্ষ সংবাদ আজ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন

আজ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন

ঈমান-আক্বিদা ভিত্তিক অরাজনৈতিক সর্ববৃহৎ ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন আজ রবিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদরাসায় হেফাজতের এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি সম্মেলন আয়োজনের মূল প্রস্তুতি কমিটিসহ প্রায় ১২টি উপকমিটি ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

হাটহাজারী মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সুবিশাল শিক্ষাভবনের ৩য় তলায় মিশকাতের দরসগাহে সকাল ৯টায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে কাউন্সিলর ব্যতিত অন্য যে কারো প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে।

আরও পড়তে পারেন-

প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের বর্তমান সিনিয়র নায়েবে আমীর ও বাবুনগর মাদ্রাসার পরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

জানা গেছে, হেফাজতের প্রায় সাড়ে ৩’শ জন কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বিরা আজকের প্রতিনিধি সম্মেলনে ঠিক করবেন কে হবেন প্রয়াত আল্লামা আহমদ শফি (রাহ.)এর স্থলাভিষিক্ত। ইতোমধ্যে সারাদেশ থেকে আমন্ত্রিত প্রতিনিধিগণ হাটহাজারী মাদ্রাসায় পৌঁছেছেন।

হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলনকে ঘিরে দেশের আলেম সমাজ ও ইসলামপ্রিয় তাওহিদী জনতার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।