Home শীর্ষ সংবাদ করোনা শনাক্ত রোগী ও মৃত্যু দুটিই বেড়েছে

করোনা শনাক্ত রোগী ও মৃত্যু দুটিই বেড়েছে

- প্রতিকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল আটটা পর্যন্ত) নতুন করোনা রোগী শনাক্ত ও মৃত্যু দুটিই বেড়েছে। এই সময় ১ হাজার ৮৩৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৫৩১ জন। আর মৃত্যু হয়েছিল ১৪ জনের।

দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

আরও পড়তে পারেন-

দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।