Home ধর্মীয় প্রশ্ন-উত্তর পুরুষের হাতে আংটি ব্যবহারের ক্ষেত্রে ইসলামে রূপার পরিমান নির্ধারিত আছে কি?

পুরুষের হাতে আংটি ব্যবহারের ক্ষেত্রে ইসলামে রূপার পরিমান নির্ধারিত আছে কি?

- প্রতিকী ছবি।

প্রশ্ন: তাসলীম বাদ, মুহতারাম মুফতী সাহেব হুজুর, আমার জিজ্ঞাসা হচ্ছে- পুরুষের জন্য রুপার আংটি ব্যবহারের ক্ষেত্রে রুপার পরিমাণ নির্ধারিত আছে কি? ইসলামের আলোকে বিষয়টি জানিয়ে উপকৃত করবেন। 

– মুহাম্মদ মুযযাম্মিল হক, নেত্রকোনা  । 

উত্তর: হ্যাঁ, শরীয়তের পক্ষ থেকে পরিমাণ নির্ধারিত আছে। তা হলো, এক মিসক্বাল থেকে কম হতে হবে। বর্তমানের প্রচলিত মাপে ৪ গ্রাম ৩৭৪ মিলিগ্রামে এক  মিসক্বাল হয়। 

অতএব, পুরুষের ব্যবহৃত আংটিতে রুপার পরিমাণ ৪ গ্রাম ৩৭৪ মিলিগ্রাম থেকে কিছু কম হতে হবে।

  • ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা, খণ্ড-৫, পৃষ্ঠা-৩৩৫
  • ফাতাওয়ায়ে শামী, খণ্ড-৬, পৃষ্ঠা-৩৫৯ (সাইদ করাচী)
  • আল আওযানুল মাহমুদা , পৃষ্ঠা-১০৭ 

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।