বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ঢাকার কলাবাগানে স্কুলছাত্রী নিহতের ঘটনা সামাজিক অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ।
রবিবার (১০ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে নুরিয়া মাদরাসায় যুবকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন তিনি।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ধর্মীয় অনুশাসন না মানার কারণেই দেশে খুন-ধর্ষণ ও ব্যভিচার বেড়েই চলেছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক ইসলাম কখনো সমর্থন করে না। নারী-পুরুষদের অবাধ মেলামেশা বন্ধ না হলে ধর্ষণের মত অনৈতিক কর্মকান্ড নির্মূল করা সম্ভব হবে না।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
তিনি আরও বলেন, দিন দিন নারী নির্যাতন ও ধর্ষণ পরবর্তী হত্যাকান্ড আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন কি শিশুরাও বাদ যাচ্ছে না। গতবছর শিশু ধর্ষণের ঘটনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তিনি অবিলম্বে এসব ধর্ষণের উপসর্গ খোঁজে বের করে প্রতিকারের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আফম আকরাম হুসাইন, মাওলানা মাসুদুর রহমান, কারী সিদ্দিকুর রহমান ও মাওলানা আল-আমীন প্রমূখ।
উম্মাহ২৪ডটকম: এমএ