Home অপরাধ ও আইন-আদালত হাটহাজারী মাদ্রাসায় পিবিআই তদন্ত দল

হাটহাজারী মাদ্রাসায় পিবিআই তদন্ত দল

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও সাবেক আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ (রাহ.)এর শ্যালক কর্তৃক দায়ের কৃত মামলার তদন্ত করতে মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল ১১টায় হাটহাজারী মাদ্রাসায় এসেছে পি,বি,আই তদন্ত দল।

তারা দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, আল্লামা ইয়াহিয়া, মাওলানা মুহাম্মদ ওমর কাসেমী, মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী সহ সিনিয়র শিক্ষকদের সাথে মতবিনিময় করে সত্য উদঘাটনের চেষ্টা করেন।

আরও পড়তে পারেন-

পিবিআই তদন্ত দলকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ । এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ।

তদন্ত দলের সদস্যদের মধ্যে উপস্তিত ছিলেন বিভাগীয় পুলিশ সুপার ( পিবিআই) মোঃ ইকবাল হোসেন, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, হাটহাজারী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

উম্মাহ২৪ডটকম:

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।