রাজধানী ঢাকার অন্যতম বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা’র উদ্যোগে রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর জীবনী’র উপর একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।
সম্পাদনা পরিষদের পক্ষ থেকে আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর ছাত্র, ভক্ত, ঘনিষ্ঠজন ও মুতাআল্লিকীনদের কাছে স্মারকগ্রন্থের জন্য স্মৃতিচারণমূলক লেখা আহ্বান করা হচ্ছে।
নিম্নোক্ত যে কোন বিষয়ের উপর লেখা আহ্বান-
- জীবনীমূলক।
- তাঁর ব্যক্তিত্ব, চরিত্র, ইলমিয়্যাত, উন্নত গুনাবলী, অবদান ইত্যাদি দিক নিয়ে ‘আলোকপাত’।
- “জীবন ও কর্ম” বিষয়ে বিবরণ।
- বৈশিষ্ট্য, চিন্তাধারা, আদর্শ ইত্যাদি বিষয়ক।
- তাদরীসের বৈশিষ্ট্য/ ইলমে হাদীসে দক্ষতা।
- ফিকরে দারুল উলূম (আহলুস সুন্নাত ওয়াল জামায়াত) প্রতিষ্ঠা।
- ইসলামী সিয়াসাতে তাঁর অগ্রনী ভূমিকা।
- হক প্রতিষ্ঠা ও বাতিলের নিরশনে আপোসহীনতা।
- তাসাউফ ও সুলূকের জগতে পদচারণা।
- স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে তৎপরতা।
- হযরত (রাহ.)এর সাথে সংশ্লিষ্ট স্মৃতিচারণ।
- আদর্শ ছাত্র ও মানুষ গড়ার কারিগর।
- দীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়া ও পরিচালনা করা।
- বিশ্বাসে এবং আমলে আকাবিরে দারূল উলূম দেওবন্দের পদাঙ্ক অনুসরণ।
- ওয়াজ-নসীহতে তাঁর চিত্তাকর্ষক বক্তব্য।
স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদের সদস্য হাফেজ মাওলানা আবু সালেহ জানান, স্মারকগ্রন্থটি জামিয়া মাদানিয়া বারিধারা’র ১০ই মার্চ খতমে বোখারী মাহফিলের আগেই প্রকাশিত হবে। সুতরাং আগ্রহী লেখকদের প্রতি আগামী ৩১ জানুয়ারী’র মধ্যে নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় লেখা পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
লেখা পাঠানোর ই-মেইল: [email protected]
উম্মাহ২৪ডটকম: এসএএ