ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন ও দ্বি-বার্ষিক কাউন্সিল (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফিজ ত্বাহা হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ওবায়দুল হক চৌধুরীকে সভাপতি, সৈয়দ হাবিব সালেহকে সাধারণ সম্পাদক ও সুহাইল আহমদ ইয়াহ্ইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট ২বছর মেয়াদী প্যানেল ঘোষণা করেন সংগঠনের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এখলাছুর রহমান রিয়াদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, জেলা সহ সভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দীন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, সদর উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন প্রমুখ।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
উম্মাহ২৪ডটকম: এসএএ