যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার দেশটিতে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ অতিক্রম করেছে।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ১২ হাজার ৫২৬। আর বিশ্বে মোট মৃত্যু ২৪ লাখ ৮৪ হাজার ৭৫০।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ২৭৬ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪৯৮ জনের।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
উম্মাহ২৪ডটকম: এসএএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com