Home লাইফ স্টাইল গরমে আরাম দেবে তরমুজ লেমোনেড স্লাসি

গরমে আরাম দেবে তরমুজ লেমোনেড স্লাসি


গরম থেকে বাঁচতে তরমুজ লেমোনেড স্লাসি হতে পারে আপনার অন্যতম পছন্দনীয় পানীয়।

৬ জনের জন্য তরমুজ লেমোনেড স্লাসি তৈরি করতে যে যে উপকরণ গুলো লাগছে:

তরমুজের রস- ৪ কাপ

বরফ কিউব- ৪ কাপ

লেবুর রস- এক কাপের তিন ভাগের দুই ভাগ

ঠাণ্ডা পানি- ১ কাপ

আরও পড়তে পারেন-

প্রস্তুতপ্রণালী:

তরমুজের রস ব্লেন্ডারে দিতে হবে। রসে অবশ্যই কোনো বীজ থাকা যাবে না।

তারপরে তাতে বরফের টুকরো, লেবুর রস, এবং পানি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে।

বরফের টুকরো গুলো ভেঙ্গে গুড়ো হয়ে না আসা পর্যন্ত ব্লেন্ড করতে হবে।

ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে ঠাণ্ডা ঠাণ্ডা তরমুজ লেমোনেড স্লাসি।

উম্মাহ২৪ডটকম: এসএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।