যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে ৩০ টাকার জন্য ভ্যানচালক শুকুর আলীকে (৫৫) রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে গ্যারেজ মিস্ত্রি রাজু ওরফে টুট্টু।
শনিবার সন্ধ্যায় উপজেলার ধোপাদী গ্রামের নতুন পাড়ায় টুট্টু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ধোপাদী গ্রামের দফতরীপাড়ার গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত সোনা মিয়ার ছেলে।
নিহতের ভাই মকবুল হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে ধোপাদী গ্রামের নতুনপাড়ার রাজু ওরফে টুট্টু ফকিরের গ্যারেজের সামনে গেলে শুকুর আলীর কাছে পাওনা ৩০ টাকা চায়। শুকুর আলী টাকা পরে দেবে বলে জানায়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
কিন্তু টুট্টু কোনো কথা না শুনে তার গ্যারেজে থাকা ভ্যানগাড়ির এক্সেল রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ভ্যানচালক শুকুর আলী। এ সময় এলাকাবাসী ও পথচারী দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মকবুল হোসেন জানান, গ্যারেজ মিস্ত্রি টুট্টু বেশির ভাগ সময় নেশাগ্রস্ত থাকতেন। এর আগেও তিনি বেশ কয়েকজনকে মারধর করেছেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, মৃত অবস্থায় ভ্যানচালক শুকুর আলীকে হাসপাতালে আনা হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এসএএ