ব্রাজিলে করোনাভাইরাস ভয়াবহভাবে আঘাত হেনেছে। প্রথমবারের মতো দেশটিতে করোনাভাইরাসে এক দিনে চার হাজারের বেশি লোক মারা গেছে। তবে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো এখনো কঠোর লকডাউনের বিরোধিতা করে আসছেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, করোনাভাইরাসে এক দিনে মারা গেছে ৪,১৯৫ জন। দেশটিতে এখন করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
ব্রাজিলের চিকিৎসক ও ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক ড. ম্যানুয়েল নিকোলিলেস বলেন, মনে হচ্ছে একটি পারমাণবিক চুল্লিতে চেইন রি-অ্যাকশন হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটি জৈবিক ফূকুশিমা।
ব্রাজিলের হাসপাতালগুলোতে এখন আর ঠাঁই নেই। অথচ সংক্রমণ হার ক্রমাগত বাড়ছে। এমনকি অপেক্ষাকৃত কম বয়স্করাও আক্রান্ত হচ্ছে। দেশটিতে ভাইরাসের অনেক বেশি সংক্রমণপ্রবণ নতুন স্ট্রেইন আঘাত হেনেছে।সূত্র : আল জাজিরা।
উম্মাহ২৪ডটকম: এসএএ