Home রাজনীতি বিদেশী কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের ইফতার

বিদেশী কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের ইফতার

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি বিদেশী কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

কমিটির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া, মরক্কো, জার্মান, ভারত, চীন, সুইজারল্যান্ড, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মিশন প্রধানরা ইফতারে অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবংর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ।

আরও পড়তে পারেন-

অতিথিদের স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ।

ইফতারে প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন মিশন ও আন্তর্জাতিক সংস্থার কূটনৈতিক পদমর্যাদার ব্যক্তিবর্গ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্যরাও অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।