বরিশালে দৈনিক প্রায় শতাধিক পথচারীর মাঝে ইফতার বিলাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
দেশে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধগতির সংকটময় মুহূর্তে কর্মহীন, গরীব, অসহায় মানুষদের সহায়তায় এবং সন্ধায় ঘরমুখো কর্মজীবী পথচারীদের দুর্ভোগ লাঘবে বরিশাল জেলা ও মহানগর ছাত্র জমিয়তের উদ্যোগে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুর রহমান ছাব্বিত এবং মহানগর ছাত্র জমিয়তের সভাপতি শাহরিয়ার হাসানের তত্ত্বাবধানে প্রতিদিন নগরীর বিভিন্ন পয়েন্ট এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বরিশাল জেলা ও মহানগর ছাত্র জমিয়তের নেতাকর্মীরা।
কর্মসূচির আওতায় প্রতিদিন গড়ে প্রায় একশো পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।
ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সংসদের বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ছায়াদ বিন জাকির জানান, অসহায় ও কর্মহীন মানুষদের সহায়তা, বিশেষত সন্ধায় পথে আটকে যাওয়া ঘরমুখো কর্মজীবী রোজাদারদের সহযোগিতার ব্যাপারটি বিবেচনায় রেখে রমজানের শেষদিন পর্যন্ত এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে বরিশাল জেলা ও মহানগর ছাত্র জমিয়ত।
উম্মাহ২৪ডটকম: এসএএম