লিটার প্রতি ভোজ্য তেলের দাম ৪০ টাকা বৃদ্ধিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।
শুক্রবার (৬ মে) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৪০ টাকা থেকে লাফিয়ে ১৮০ টাকা হওয়া আর বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা করার একপেশে সিদ্ধান্ত সরকারের তেল সিন্ডিকেটের কাছে নির্লজ্জ আত্মসমর্পনের শামিল। ৫ লিটারের বোতলের দাম ২০০ টাকা থেকে বেড়ে ৯৮৫ টাকা হওয়া সরকারের নতজানু ও অকার্যকর বানিজ্য নীতির নামান্তর বলে মনে করে এবি পার্টি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, পরিশোধিত পাম সুপার তেল প্রতি লিটারের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৭২ টাকা, যা এতদিন ছিল ১৩০ টাকা। সেই হিসাবে পাম তেলের দাম বেড়েছে ২৪ শতাংশ আর সয়াবিনের দাম খুচরায় বেড়েছে ২৮ শতাংশ, বোতলজাতের ক্ষেত্রে ২৫ শতাংশ। এবি পার্টি দেশবাসীকে স্মরন করিয়ে দিতে চায় যে দ্রব্যমূল্যের এহেন আকাশচুম্বী উর্ধ্বগতি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পূর্বাভাস মাত্র।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
উল্লেখ্য, দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা প্রায় ১৫ লাখ টন যার মধ্যে সয়াবিনের চাহিদা ১১ লাখ টন, পাম অয়েলের চাহিদা ৩ লাখ টন এবং সরিষা তেলের চাহিদা ১ লাখ টন; এর ৭০ শতাংশ আমদানী করতে হয় মূলত ব্রাজিল, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ সয়াবিন তেল আমদানিকারক দেশ।
দেশে গত ছয় বছরে প্রায় ৭৭,০০০ হেক্টর জমিতে সয়াবিন উৎপাদন হলেও তা থেকে পাওয়া সয়াবিন তেল নিষ্কাশনে ব্যবহৃত না হয়ে মুরগী ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে প্রায় ২২ দশমিক ৯ মিলিয়ন লিটার সয়াবিন তেল এসেছে গত বৃহস্পতিবার এবং আজ শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও ১৩ হাজার টন পাম তেল আসবে। তাই এবি পার্টি মনে করে, চাহিদার বিপরীতে দেশে তেলের যোগানের কোন ঘাটতি নেই, অথচ বিশ্ববাজারের দোহাই দিয়ে ৪/৫ টি দেশীয় আমদানিকারক কোম্পানী পুরো দেশবাসীকে জিম্মী করে রেখেছে। সরকারের বৈধতার সঙ্কট ও দুর্নীতিবাজ আমলারা জনগণের স্বার্থ রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দেয়ায় বাণিজ্যমন্ত্রী ও সচিবকে অতিসত্বর বরখাস্ত করবার দাবী জানানো হয় বিবৃতিতে। – বিজ্ঞপ্তি।
উম্মাহ২৪ডটকম: এমএ