সিলেটে বন্যার্ত মানুষের সহযোগিতায় সোমবার (৩০মে) সকাল ৮টা থেকে দিনব্যাপী জমিয়তের কেন্দ্রীয় প্রতিনিধিদল সিলেট জেলা জমিয়তের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে গৃহ নির্মাণ সামগ্রী, চিকিৎসা সামগ্রী, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য বিতরণ করেন। এসব স্পটে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানসহ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। শীর্ষ নেতৃবৃন্দের দিকনির্দেশনা মূলক গুরত্বপূর্ণ বক্তব্যগুলো পাঠকদের সামনে তুলে ধরেছেন উম্মাহ২৪ ডটকম প্রতিনিধি নূর হোসাইন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন বলেছেন, এবারের ভয়াবহ বন্যায় সিলেটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অগণিত মানুষের বাড়ীঘর নষ্ট হয়ে গেছে। গণমানুষের বসতভিটা ও জমির সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে দ্রুত জকিগঞ্জের সুরমা, কুশিয়ারা ও বরাক নদীর ত্রিমোহনা সংলগ্ন আমলশিদে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, কোন এলাকায় যখন বন্যা হয় তখন তার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন হয়ে যায়। কোন সংস্থা কিংবা সংগঠনের পক্ষে ব্যাপকভাবে সাহায্য-সহযোগিতা করাও কঠিন ব্যাপার। ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজন পড়ে। কারো ঘরের প্রয়োজন, কারো খাদ্যদ্রব্যের প্রয়োজন, একেকজনের একেক রকমের ক্ষয়ক্ষতি। চাহিদাও ভিন্ন-ভিন্ন রকম।
জনগণের এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারকে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে মাওলানা ইউসুফী বলেন, প্লানওয়ারী ক্ষতিগ্রস্ত মানুষের লিষ্ট করে সেঅনুযায়ী সহযোগিতার হাত বাড়ানো দরকার। আমরা আমাদের দলের জনশক্তির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী কিছু গৃহ নির্মাণ কাজের সহযোগিতা, কিছু নগদ অর্থ ও কিছুকিছু যায়গায় খাবার বিতরণ করেছি। আল্লাহ তায়ালা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে তাদের দুঃখ-কষ্ট কাটিয়ে উঠার তৌফিক দান করুন, আমিন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেছেন, যারা বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অতীতের ন্যায় তাদের পাশে দাঁড়িয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। আমরা আশাবাদী দেশ-বিদেশ থেকে যারা জমিয়তের এই কার্যক্রম গুলো দেখছেন আপনারাও আপনাদের এলাকায় নিজ নিজ উদ্যোগে ঝাপিয়ে পড়ুন। বন্যাকবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আপনাদের দুর্দশা, দুর্ভোগ-এর তুলনায় আমাদের সাহায্য নিতান্তই কম। আমরা যেন হাশরের দিন আল্লাহকে বলতে পারি, যতটুকু সাধ্য ছিলো ততটুকু নিয়ে আমরা গিয়েছি। আমরা বিভিন্ন ইউনিয়নে টিন, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য বিতরণ করেছি। প্রকৃত হকদারের নিকট তাদের প্রাপ্য পৌঁছানোর চেষ্টা করেছি।
তিনি বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে আমাদের দলের সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক এসেছেন এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণ করে গেছেন। আমি তার ত্রাণ কার্যক্রমকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ যেন নিবেদিতপ্রাণ এই শাইখুল হাদিসকে আপনাদের মাঝে দীর্ঘদিন রাখেন সেই দোয়া করছি।
তিনি আরো বলেন, আপনাদের দায়িত্ব ও কর্তব্য হলো- অতীতে সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগ কাজেও লাগিয়েছেন কিন্তু রেজাল্ট যেভাবে প্রত্যাশা করেছেন সেভাবে আসেনি।
মাওলানা আফেন্দী বলেন, আমাদের বলতে দ্বিধা নেই, বিগত নির্বাচন ছিলো প্রশ্নবিদ্ধ নির্বাচন। এদেশের মাটিতে আগামীতে এধরণের নির্বাচন হোক এটা আমরা চাই না। সর্ব মহলে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন চাই। সর্বমহলে সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুককে জাতীয় সংসদে দেখতে চাই। আপনারা এব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন এবং যার যতটুকু সাধ্য আছে এ-নিয়ে ঝাঁপিয়ে পড়বেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেছেন, হাদীসে এসেছে- ‘দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ তারা, যারা মানুষের কল্যাণে কাজ করে।’ মানব কল্যাণে কাজ করা এটা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। জমিয়তের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য সামান্য সহমর্মিতা নিয়ে এসেছি। আল্লাহ তায়ালা সবাইকে সহযোগিতা এবং সহমর্মিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন।
তিনি বলেন, আমরা ঢাকায় গিয়ে সংশ্লিষ্ট মহলের নিকট এই এলাকার প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করবো। যাতে করে এলাকার প্রকৃত অবস্থাকে সামনে রেখে এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা দেয়া হয় এবং সরকারীভাবে এই এলাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়। সেইসাথে এই এলাকার মানুষজন যেন কিছুটা শান্তির সাথে বসবাস করতে পারে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী একটা বন্দোবস্তের ব্যবস্থা করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো, ইনশাআল্লাহ।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবারের বন্যায় আলেমসমাজের ত্রাণ বিতরণের দৃশ্যগুলো আমরা দেখেছি। আমাদের দলের বহু নেতাকর্মীরাও সাধ্য অনুযায়ী নিজ উদ্যোগে অথবা বিভিন্ন সেবা সংস্থার মাধ্যমে মানুষের ঘরেঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। কখনো নৌকায় চড়ে আবার কখনো পায়ে হেঁটে মাথায় করে ত্রাণ দেয়ার দৃশ্যগুলো আগামীর জন্য মাইলফলক হয়ে থাকবে। এখান থেকে আগামী প্রজন্ম মানবতার শিক্ষা পাবে। বিপদেআপদে একে-অপরের পাশে দাঁড়াতে হয় সেই প্রেরণা পাবে।
তিনি বলেন, আমরাও আমাদের দলের পক্ষ থেকে সামান্য সাহায্য-সহযোগিতা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। যদিও আপনাদের চাহিদা পুরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, আলেম সমাজের এবারের কাজগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। এই ডকুমেন্টারিগুলো সংগ্রহের জন্য এখন থেকেই কিছু তরুণকে এগিয়ে আসতে হবে। পরিশেষে দুঃস্থ ও মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জমিয়তে উলামায়ে ইসলাম দুস্থ, বঞ্চিত ও মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছে। যখন সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয় তখন আমাদের দলের সিনিয়র সহ-সভাপতি কানাইঘাট জকিগঞ্জ-এর মাটি ও মানুষের নেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক অসুস্থতা সত্ত্বেও হাদিসের দরস স্থগিত রেখে আপনাদের কাছে ছুটে এসেছিলেন। নিজ উদ্যোগে এবং বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছেন।
তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আল্লামা উবায়দুল্লাহ ফারুক (দা.বা.)এর সাথে সর্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং সিলেটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাঁর নির্দেশনায় স্থানীয় পর্যায়ে ব্যক্তিগতভাবে, দলের পক্ষ থেকে এবং বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে ব্যাপক ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন বন্যার পানি নেমে গেছে, পুনর্বাসনের প্রয়োজন, সে জন্য আমাদের নেতাকর্মীরা নতুন কর্মসূচি হাতে নিয়েছেন। সামর্থ্যানুযায়ী পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। সরকারকেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
উম্মাহ২৪ডটকম: এসএএম