Home রাজনীতি যুব জমিয়তের সিলেট মহানগরীর অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

যুব জমিয়তের সিলেট মহানগরীর অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথগ্রহন অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমীন-এর পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সহ সভাপতি সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা আব্দুল আহাদ আল-আতিক, মাওলানা আফজাল হুসাইন খান, আব্দুল কাদির জুনায়েদ, যুগ্ম সম্পাদক মাওলানা কাওসার আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল করীম দিলদার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, সহ অর্থ সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশরাফ হুসাইন ফুআদী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হায়দার আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম বশির আলী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, পাঠাগার সম্পাদক হাফেজ মনির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, ফয়জুর রহমান, তানভীর আহমদ চৌধুরী প্রমূখ।

আরও পড়তে পারেন-

অনুষ্ঠানে নতুন কমিটির দ্বায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান মহানগর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক ও মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ। এসময় নেতৃবৃন্দ নিজ নিজ দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে আগামী (১৩ অক্টোবর) ঢাকায় যুব জমিয়তের জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।