Home বুক রিভউ মাকতাবাতুল ফাতাহ’র নতুন বিন্যাসে প্রকাশিত ‘সুনানে আবুদ দাউদ’ শিক্ষার্থীদের কেন প্রথম পছন্দ?

মাকতাবাতুল ফাতাহ’র নতুন বিন্যাসে প্রকাশিত ‘সুনানে আবুদ দাউদ’ শিক্ষার্থীদের কেন প্রথম পছন্দ?

কওমি মাদ্রাসা অঙ্গনে দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’ দাওরায়ে হাদীস ছাত্রদের অধ্যয়ন ও গবেষণার সুবিধা ও মেধাবিকাশের উপযোগী করে হরকতবিহীন সম্পূর্ণ নতুন বিন্যাসে প্রকাশ করেছে সিহাহ সিত্তা হাদীস গ্রন্থসমূহের গুরুত্বপূর্ণ কিতাব “সুনানে আবুদ দাউদ” ১ম ও ২য় খণ্ড।

দেশ-বিদেশের শীর্ষস্থানীয় হাদীস বিশারদগণের পরামর্শ ও দিক-নির্দেশনায় প্রণীত দুই রঙে কম্পোজ ও উন্নতমানের কাগজে মুদ্রিত তাখরীজ, আতরাফ ও শাওয়াহেদসহ বহুমাত্রিক তথ্যসমৃদ্ধ নতুন বিন্যাসে মাকতাবাতুল ফাতাহ কর্তৃক প্রকাশিত ‘সুনানে আবুদ দাউদ’ প্রথম ও দ্বিতীয় খণ্ডের এই নুসখার ভূয়সী প্রশংসা করেছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

মাকতাবাতুল ফাতাহ কর্তৃক প্রকাশিত নতুন ২০২১ সংস্করণের “সুনানে আবুদ দাউদ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)” বাজারের প্রচলিত অন্যান্য নুসখা থেকে কেন সেরা এবং এতে কী কী বিশেষত্ব রয়েছে, এই প্রশ্ন রেখেছিলাম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র এবং পরিদর্শন দফতরের (অতিরিক্ত দায়িত্ব) কনসালটেন্ট ও মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ এর আরএন্ডডি প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও গবেষক ড. মাওলানা জাভেদ আহমাদ এর কাছে।

তিনি জানান, দাওরায়ে হাদীস অধ্যয়নরত তরুণ আলেমদের অধ্যয়ন ও হাদীস গবেষণাকে আরো সহজতর করতে মাকতাবাতুল ফাতাহ কর্তৃক নতুন সংস্করণের প্রকাশিত সুনানে আবুদ দাউদ (১ম ও ২য় খণ্ডে) অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ বেশ কিছু হাশিয়ার সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, নতুন এই নুসখায় প্রখ্যাত মুহাদ্দিসীনে কেরামের গুরুত্বপূর্ণকয়েকটি হাশিয়ার সংযোজন করা হয়েছে। যথা- (১) কিতাবের শুরুতে আবু দাউদ সোলায়মান ইবনে আশআছ আল আযদী (রহ.) কর্তৃক লিখিত ‘রিসালাতুল ইমাম আবু দাউদ ইলা আহলি মক্কা’। (২) কিতাবের শুরুতে আল্লামা মাকদেসী (রহ.)এর ‘শুরুতুল আইম্মা আস সিত্তাহ’। (৩) কিতাবের শুরুতে আল্লামা হাযেমী (রহ.)এর লিখিত ‘শুরুতুল আইম্মা আল খামছা’। (৪) আল্লামা ফখরুল হাসান গাঙ্গুহী (রহ.)এর ‘আত-তালীকুল মাহমূদ আলা সুনানে আবু দাউদ’ এবং (৫) শায়খ মুহাম্মাদ সালমান হাসান (হাফি.)এর ‘ফয়জুল ওয়াদুদ ফী হল্লে ক্বালা আবু দাউদ’ সংযোজন।

ড. মাওলানা জাভেদ আহমাদ আরো কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করে বলেন, সুনানে আবুদ দাউদ (১ম ও ২য় খণ্ডে)এর আরো বিশেষত্বের উল্লেখ করে বলেন, সম্পূর্ণ নুসখা কম্পিউটার কম্পোজকৃত ও উন্নতমানের অফওয়াইট কাগজে দুই কালারে ঝকঝকে ছাপা। রঙিন সুন্দর ও মনোরম প্রচ্ছদের উভয় খণ্ড অত্যন্ত মজবুত বাঁধাইয়ে প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, আমরা পূর্ণ আশাবাদি, মাকতাবাতুল ফাতাহ’র নতুন বিন্যাসে প্রকাশিত “সুনানে আবুদ দাউদ” (প্রথম ও দ্বিতীয় খণ্ড) তরুণ উলামায়ে কেরাম হাদীস অধ্যয়ন ও গবেষণায় আরো স্বাচ্ছন্দবোধ ও ব্যাপক উপকৃত হবেন।

সুনানে আবুদ দাউদ প্রথম খণ্ডের পৃষ্ঠা সংখ্যা- ৭৮৪, খুচরা মূল্য- (এমআরপি) ১,৩৫০/= টাকা, দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা- ৬৫২, খুচরা মূল্য- (এমআরপি) ১,১৫০/= টাকা।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

আরও পড়তে পারেন-