Home শিক্ষা ও সাহিত্য শরীয়তপুরে হচ্ছে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’

শরীয়তপুরে হচ্ছে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’

- ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এ সংক্রান্ত ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ আইন-২০২৩ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয়।

এ খবরে উচ্ছ্বসিত শরীয়তপুরের মানুষ। তারা বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে।

আরও পড়তে পারেন-

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের অধিবেশনে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ২০২১ সালের ১০ জুন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির কাছে একটি আধা সরকারিপত্র (ডিও লেটার) দেন। এরপরই শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সারসংক্ষেপ পাঠানো হলে ওই বছরের ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নীতিগত অনুমোদন দেন। এরপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (৯ জানুয়ারী ২০২৩) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় শরীয়তপুরে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ আইন-২০২৩ অনুমোদন করা হয়।

এ ব্যাপারে শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, এই অঞ্চলে কৃষিশিক্ষাকে আরো সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর নামে জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের খবর অনেক আনন্দের। নিঃসন্দেহে শরীয়তপুরবাসী তথা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয় আশীর্বাদ ও সমৃদ্ধি বয়ে আনবে।

এ ব্যাপারে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, শরীয়তপুর জেলার সর্বস্তরের জনসাধারণ বঙ্গবন্ধুর বীরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ। স্বপ্নের পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় কৃষির যে অপার সম্ভাবনা দেখা দিয়েছে তা বাস্তবায়নে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ কৃষিনির্ভর দক্ষিণাঞ্চলে আর্থ-সামাজিক পরিবর্তনে যুগান্তকারী ভূমিকা পালন করবে, কৃষির ওপর গবেষণায় নতুন নতুন উদ্ভাবনে পাল্টে যাবে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতি, শরীয়তপুরবাসীসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ আশীর্বাদ ও সমৃদ্ধি বয়ে আনবে।

সূত্র: বাসস।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।