Home আন্তর্জাতিক কাবুলে সাবেক নারী এমপি গুলিতে নিহত

কাবুলে সাবেক নারী এমপি গুলিতে নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী পার্লামেন্ট সদস্য ও তার এক দেহরক্ষী গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার ভোর রাত ৩টায় মুরসাল নাবিজাদাকে গুলি করে হত্যা করা হয়। তিনি ছিলেন, মার্কিন-সমর্থিত সরকারের আমলে এমপি।

তালেবান কর্তৃপক্ষ ২০২১ সালে আফগানিস্তানের দায়িত্ব গ্রহণের পরও সাবেক সরকারের যে কয়েকজন এমপি দেশটিতে অবস্থান করছিলেন, তিনি ছিলেন তাদের একজন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেন, ‌’নাবিজাদা ও তার এক দেহরক্ষী তার বাড়িতে গুলিতে নিহত হয়েছেন।’

আরও পড়তে পারেন-

স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ বলেন, হামলায় নাবিজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তা প্রহরী আহত হন এবং তৃতীয় নিরাপত্তা প্রহরী অর্থ ও অলংকার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

হত্যাকারীর সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে খালিদ কিছু বলেননি।

আফগানিস্তানের সাবেক পাশ্চাত্য-সমর্থিত সরকারের অন্যতম শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, তিনি নাবিজাদার মৃত্যুতে দুঃখিত। তিনি আশা করছেন, হত্যাকারীদের শাস্তি দেয়া হবে। তিনি তাকে ‘প্রতিনিধিত্বশীল ও জনগণের খাদেম’ হিসেবে অভিহিত করেন।

নাবিজাদা ২০১৯ সালে কাবুলের এমপি নির্বাচিত হন। তিনি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। তিনি দেশ ছাড়ার সুযোগ পেলেও আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সূত্র : আল জাজিরা।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন