রংপুরের কাউনিয়ার ঢুষ মারার চরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। নিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে ঘটনা ঘটে।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসের বিল্লাহ জানান, শুক্রবার বিকেলে কাউনিয়ার তিস্তা নদীর ঢুষ মারার চরের কোলায় খেলতে যায় স্থানীয় বেলাল হোসেনের সাত বছর বয়সী কন্যা। এ সময় সেখানে একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোকা (৫৫) তাকে ধর্ষণ করে। বিষয়টি ওই পথ দিয়ে যাওয়ার সময় মরিয়ম নামের এক গৃহবধূ দেখে ফেলেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং মুমূর্ষ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান, এ ঘটনায় শিশুটির পিতা কাউনিয়া থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় শুক্রবার মধ্যরাতে তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানিয়েছেন, ঘটনাটি আদ্যোপান্ত তদন্ত চলছে। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দেয়া হবে।
উম্মাহ২৪ডটকম: আইএএ