রাজধানীর কাকরাইলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা এবং ঢাকার রামপুরা টিভি স্টেশন এলাকায় থাকতেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রোমেন মিয়া বলেন, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কাকরাইলের জাজেস কমপ্লেক্সের সামনে পিকআপ ভ্যানটি রিকশাকে ধাক্কা দিলে তাজুল গুরুতর আহত হন।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
তিনি আরো জানান, রাত সোয়া ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
উম্মাহ২৪ডটকম: আইএএ