ইসলাম বিদ্বেষী বিষয় বাদ দিয়ে দেশ ও জাতীয় ঐতিহ্যের সাথে মানানসই শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক ও বিতর্কিত শিক্ষা সিলোবাস দেশের জনগণ কিছুতেই মেনে নেবে না।
গতকাল (২৩ জানুয়ারী) এশা বাদ কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন জামিয়া নূরিয়া মাদ্রাসা শাখার প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ মোফাচ্ছির হোসাইন এসব কথা বলেন।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
তিনি বলেন, একটি কুচক্রীমহল ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে। এই সিলেবাস ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের বিধি-বিধান অস্বিকারকারী হিসেবে তৈরী করবে। অদক্ষ ও অসৎ ব্যক্তিদের সিলেবাস প্রণয়ণের দায়িত্ব থেকে অব্যহতি দিতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় সংগঠন, ইসলামী সরকারের ভিত্তি, ইসলামী সরকারের গুণাবলী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ