রাাধানীর উত্তরা নয়ানগর তুরাগে জামিয়াতুন নূর আল কাসেমিয়া-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নমুনায়ে কাসেমী আল্লামা হাফেজ নাজমুল হাসান কাসেমী প্রতিষ্ঠিত রওজাতুস সালিহাত উসমানীয়া মহিলা মাদরাসার স্থায়ী ক্যাম্পাসে ভিত্তিস্থাপন হয়েছে।
ভিত্তিস্থাপন ও দু’আ করেন বাংলাদেশষ সফররত ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ইসলামী নেতা আওলাদে রাসূল আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
এসময় উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষ মুরুব্বি বারিধারা মাদরাসার শায়খুল হাদীস আল্লামা উবায়দূল্লাহ ফারুক, জামিয়াতুন নূর আল কাসেমিয়া ও রওজাতুস সালিহাত উসমানীয়া মহিলা মাদরাসার মুহতামিম আল্লামা হাফেজ নাজমুল হাসান কাসেমী, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, রওজাতুস সালিহাত উসমানীয়ার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি কমিশনার বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব নাসিরুদ্দীন, তরুণ আলোচক মুফতি মুরতাজা হাসান মাসুম, জামিয়াতুন নূরের শিক্ষসচিব মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুহাদ্দিস মাওলানা আশেক মাহমুদ , মাওলানা মুস্তাফিজুর রহমান কাসেমী, মুফতি ইদরীস আহমাদ কাসেমী, মুফতি আব্দুল জলিল, মুফতি সা’দ কাসেমী, জামিয়াতুন নূরের শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম আইনী, মাওলানা আবু দাউদ কাসেমী প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ