খাজা আসিফের বিরুদ্ধে ইমরান খানের ১০ বিলিয়ন ক্ষতিপূরণ মামলার শুনানিতে আদালত উভয় পক্ষের আইনজীবীদের ১০ হাজার রুপি জরিমানা করে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছে।
এই রায় ঘোষণা করেন জজ উমিদ আলি বেলুচ।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- সমাজে পিতা-মাতারা অবহেলিত কেন
জানা গেছে, শুনানির দিনে আইনজীবী বিচারপতির কাছে আবেদন করেন যে, খাজা আসিফের আইনজীবীর ভাইঝির বিয়ে, তাই শুনানি ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হোক। বিচারপতি বলেন, ১১ বছর ধরে এই মামলা চলছে। আর আজ শুনানির দিনে মুলতবি করার আবেদন করা হচ্ছে।
আদালত এই আবেদন মঞ্জুর করে উক্ত আইনজীবীকে ১০ হাজার রুপি জরিমানা করে।
একই সাথে ইমরান খানের আইনজীবীকেও আদালত ১০ হাজার রুপি জরিমানা করে এজন্য যে, তিনি কেন শুনানি মুলতবির এই আবেদনের বিরোধিতা করলেন না!
সূত্র: ডেইলি পাকিস্তান।
উম্মাহ২৪ডটকম: আইএএ