
নূর হোসাইন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী বলেছেন, একটি জাতি, গোষ্ঠী, সমাজ কিংবা একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য নেতৃত্বের তিনটি গুণ থাকা প্রয়োজন। আর এই তিনটি যোগ্যতা বা গুণই সর্বমহলে স্বীকৃতিপ্রাপ্ত। সেই তিনটি গুণ হচ্ছে, যথাক্রমে- ১. যোগ্য হওয়া। ২. কর্মতৎপর হওয়া এবং ৩. আমানতদারিতা।
তিনি বলেন, আপনারা সবাই পত্র-পত্রিকায় আমাদের দেখেন। একটি জাতি এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য যে পরিমাণ যোগ্যতা, কর্মতৎপরতা এবং আমানতদারিতা প্রয়োজন, আমি মনে করি- এর সবগুলো ড. মাওলানা শোয়াইব আহমদ এর মধ্যে রয়েছে। জাতীয় নির্বাচন সন্নিকটে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের পক্ষ থেকে আমরা তাঁকে সংসদ সদস্য প্রার্থী দেয়ার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা দিরাই ও শাল্লাবাসী তাঁকে নির্বাচিত করার জন্য প্রস্তুত আছেন তো?
এ সময় সমস্বরে উপস্থিত সকলে হাত তুলে সায় দেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মুফতি জাকির হোসাইন কাসেমী এসব কথা বলেন।
মাওলানা মহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও মুখতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান মাযহারী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ