Home রাজনীতি পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা ইজতেমা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে: জমিয়ত

পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা ইজতেমা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে: জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উত্তর জনপদের পঞ্চগড় জেলায় কাদিয়ানী সম্প্রদায়ের ৩ দিনব্যাপী সালানা ইজতেমা আয়োজনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কিছু দিন পরপর থেমে থেমে কাদিয়ানী সম্প্রদায় এ রকম আয়োজনের প্রস্তুতি নেয়। উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের জোরালো প্রতিবাদ এবং প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তারা পিছু হটে। এবারও নতুন করে তারা ইজতেমা আয়োজনের অপতৎপরতা শুরু করেছে, যার ফলে জনমনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়তে পারেন-

কাদিয়ানীদের ঈমানবিরোধী এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেছেন, সরকার ও স্থানীয় প্রশাসনকে দ্রুততার সঙ্গে তথাকথিত এই ইজতেমা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কারণ, একটি মুসলিম দেশে ইসলাম ও মুসলিম পরিচয় ব্যবহার করে এ ধরণের ইজতেমা হতে পারেনা।

গতকাল (২ মার্চ) বৃহস্পতিবার দলের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আজ সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ সব কথা বলেছেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।