এবি পার্টির এক প্রতিনিধিদল মালেয়শিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে (১৪ মার্চ) মঙ্গলবার মালোয়েশিয়ার স্থানীয় সময় সকাল ১১টায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার খান আজম এবং সিনিয়র সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নুরুল গাফ্ফার।
দলের পক্ষ থেকে সদস্য সচিব মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়ে ক্রেস্ট ও স্যুভেনির উপহার দেন। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়কালে এবি পার্টির লক্ষ্য, সাত দফা কর্মসূচী, দল গঠনের প্রেক্ষাপট, দলীয় কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। তারা দশ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থানের সুযোগ করে দেবার জন্য মালেয়শিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যে সকল বাংলাদেশী প্রবাসীরা মালোয়েশিয়ায় নানা পরিস্থিতির শিকার হয়ে অবৈধ হয়ে আছেন বা যেসকল শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন, তাদেরকে যৌক্তিক সময়ের মধ্যে বৈধ করার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করেন।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
প্রধানমন্ত্রী এবি পার্টি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এবি পার্টির নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে আরও দক্ষ/অদক্ষ শ্রমিক নেবার জন্য অনুরোধ জানালে তিনি তা বিবেচনার আশ্বাস দেন।
একইদিনে এবি পার্টির প্রতিনিধি দল সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব আন্তর্জাতিক অতিথি হিসেবে পর্যবেক্ষণ করেন। তারা সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হিশাম উদ্দিন হোসেইন এর সাথে সাক্ষাৎ করেন।
এরপর সংসদে সরকার দলীয় চিপ হুইপ ও সাবেক মন্ত্রী ড. জুলকিফি আহমেদ এর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন এবি পার্টি নেতৃবৃন্দ। তারা ড. জুলফিকিকে এবি পার্টির স্যুভেনির উপহার দেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উম্মাহ২৪ডটকম: এমএ