Home শীর্ষ সংবাদ শনিবার আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা-মোদি

শনিবার আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা-মোদি

- পুরনো ছবি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত তেল পাইপলাইন যৌথভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ উদ্বোধন করবেন তারা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মানে খরচ হয়েছে ৩৭৭ কোটি ভারতীয় রূপি। এখন থেকে এই ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের’ মাধ্যমে ভারত ডিজেল রপ্তানি করবে। পাইপলাইনটি বাংলাদেশের মধ্যে ১২৫ কিলোমিটার এবং ভারতের মধ্যে ৫ কিলোমিটার রয়েছে। বাংলাদেশ এতদিন ভারত থেকে রেলপথে ডিজেল আমদানি করত।

আরও পড়তে পারেন-

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত আসামভিত্তিক নুমালিগড় রিফাইনারি লিমিটেডের বিপণন টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পার্বতীপুর ডিপোতে জ্বালানি বহন করবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২০১৭ সালে এই পাইপলাইনে অর্থায়নে সম্মত হয়েছিলেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।