বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত তেল পাইপলাইন যৌথভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ উদ্বোধন করবেন তারা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মানে খরচ হয়েছে ৩৭৭ কোটি ভারতীয় রূপি। এখন থেকে এই ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের’ মাধ্যমে ভারত ডিজেল রপ্তানি করবে। পাইপলাইনটি বাংলাদেশের মধ্যে ১২৫ কিলোমিটার এবং ভারতের মধ্যে ৫ কিলোমিটার রয়েছে। বাংলাদেশ এতদিন ভারত থেকে রেলপথে ডিজেল আমদানি করত।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত আসামভিত্তিক নুমালিগড় রিফাইনারি লিমিটেডের বিপণন টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পার্বতীপুর ডিপোতে জ্বালানি বহন করবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২০১৭ সালে এই পাইপলাইনে অর্থায়নে সম্মত হয়েছিলেন।
উম্মাহ২৪ডটকম: এমএ