Home জাতীয় পিকনিকের বাস উল্টে ২ পর্যটক নিহত

পিকনিকের বাস উল্টে ২ পর্যটক নিহত

রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়িতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন।

বাসের যাত্রী বাবুর্চি কামাল হোসেন জানান, সকলে চট্টগ্রামের ভাটিয়ারির ব্রিকস অ্যান্ড ক্লো ওয়াকর্স লিমিটেডের পক্ষে আমরা পিকনিকে এসেছি। ফেরার পথে বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি পাহাড়ে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

আরও পড়তে পারেন-

রাঙামাটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়েরহাউজ ইন্সপেক্টর বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছি। এ ছাড়া আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উম্মাহ২৪ডটকম:এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।