Home ইসলাম ম্যানচেস্টার তরুণের কোরআন তিলাওয়াতের ভিডিও ভাইরাল

ম্যানচেস্টার তরুণের কোরআন তিলাওয়াতের ভিডিও ভাইরাল

ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির এক খেলোয়াড়ের কোরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৫ বছর বয়সী এই খেলোয়াড়ের নাম আমির ইবরাহিমভ। ইংলিশ ক্লাবে খেলতে এসে সুরলিত কণ্ঠে তিলাওয়াত করে সবাইকে মুগ্ধ করেন দাগিস্তান বংশোদ্ভূত এই তরুণ।

আরও পড়তে পারেন-

আমিরের ভাই ইবরাহিম ইবরাহিমভ ইনস্টাগ্রামের এক পোস্টে ‘মাশাআল্লাহ’ লিখে তিলাওয়াতের ভিডিওটি শেয়ার দেন। এরপর মুহূর্তেই ভিডিওটিতে ১৫ হাজারের বেশি লাইক-কমেন্ট পড়ে। তাতে দেখা যায়, আমির যুক্তরাজ্যের ট্র্যাফোর্ড সেন্টারের পাশে একটি উন্মুক্ত স্থানে পবিত্র কোরআনের সুরা ফুরকান থেকে কয়েকটি আয়াত পড়ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরের ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। ম্যানচেস্টার ইউনাইটেড সংশ্লিষ্ট বিভিন্ন পেজে তাঁর ভিডিও শেয়ার করা হয়। তাঁর সুন্দর তিলাওয়াতের প্রশংসা করেন নেটিজেনরা।

২০০৮ সালে আমির দাগিস্তানে জন্মগ্রহণ করে। সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা করে। রাশিয়ার সম্ভ্রান্ত পরিবারের এই তরুণের বড় ভাই ইবরাহিম পেশায় মিক্সড মার্শাল আর্টের যোদ্ধা এবং ছোট ভাই গাজিও অনূর্ধ্ব-১২ দলে ইউনাইটেড একাডেমিতে খেলেন।

উম্মাহ২৪ডটকম:এসএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।