Home রাজনীতি সরকার দেশবাসীকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়: এবি পার্টি

সরকার দেশবাসীকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়: এবি পার্টি

প্রথম রমজানে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন বিজয়-৭১ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তাজুল ইসলাম। ছবি- সংগৃহীত।

বর্তমান সরকার গণতন্ত্র কেড়ে নিয়ে দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। তিনি বলেন, সরকার ও প্রশাসন নিজেদের জনগণের প্রভু মনে করছে। আর জনগণকে মনে করছে ক্রীতদাস। এবি পার্টি এই দাসত্বের শৃঙ্খল ভেঙে গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে দাবি করেন তিনি।

আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চ মূল্যে কষ্টভোগী রোজাদারদের সম্মানে মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচি চালু করেছে এবি পার্টি। আজ শুক্রবার প্রথম রমজানে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন বিজয়-৭১ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তাজুল ইসলাম। বিকেল সাড়ে পাঁচটায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের সাবেক চেয়ারম্যান আবু মূসা মো. আরিফ বিল্লাহ।

আরও পড়তে পারেন-

অনুষ্ঠানে তাজুল ইসলাম বলেন, ‘সরকার নির্বাচন এলে তসবিহ হাতে, মাথায় হিজাব লাগিয়ে নিজেকে মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই সরকার হজের খরচ সাড়ে তিন লাখ থেকে দ্বিগুণ করে প্রায় সাত লাখ করেছে। এটি করে হজের মতো একটি ইবাদতের পথকে রুদ্ধ করেছে। রমজানে প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে রোজাদারদের রোজা পালনকে কষ্টসাধ্য করেছে।’

ক্ষমতাসীনদের উদ্দেশে এবি পার্টির এই নেতা বলেন, মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষের নীরব কান্না এই অবৈধ সরকারের কানে পৌঁছায় না। কারণ, তারা নিজেদের প্রভু মনে করে।’ তিনি আরও বলেন, এবি পার্টি তার সীমিত সাধ্যের মধ্যে প্রতিদিন কয়েক হাজার মানুষকে ইফতার করানোর যে উদ্যোগ নিয়েছে, দেশের সামর্থ্যবানদের এ উদ্যোগের প্রতি সমর্থন প্রত্যাশা করেন তিনি।

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান ওরফে মঞ্জু, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমেদ ভূঁইয়া প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকবেন।