Home অন্যান্য খবর মুফতি নূর আহমদ (রহ.)এর ইন্তেকালে আল্লামা মুফতি জসিমুদ্দীনের শোক

মুফতি নূর আহমদ (রহ.)এর ইন্তেকালে আল্লামা মুফতি জসিমুদ্দীনের শোক

দেশের বৃহৎ ও প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি নূর আহমদ (রহ.)এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া দারুল উলূম হাটহাজারীর মুহাদ্দিস ও সহযোগী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন।

শুক্রবার (৩১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, বাহরুল উলূম হযরত আল্লামা মুফতি নূর আহমদ (রহ.) প্রায় অর্ধ্ব শতাব্দিকাল ধরে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় ইলমি খেদমতে রত ছিলেন। তিনি অনেক উঁচু মাপের আলেম ও মুফতি ছিলেন। সাদাসিধে জীবন যাপন করতেন এবং সর্বাস্থায় কঠোরভাবে সুন্নাতের পাবন্দী করতেন। তিনি মুফতি আযম ফয়জুল্লাহ (রাহ.) ও মুফতিয়ে আযম সানী হযরত আল্লামা শাহ আহমাদুল হক (রহ.)এর সুহবত ইয়াফতা ছিলেন। তাঁদের অনুকরণে তিনি সবসময় শিরক, বিদআত ও বাতিলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই দুই মহান বাযুর্গের ইন্তিকালের পর তাঁদের মুরিদান ও মুতাআল্লিকীনগণ হযরত মুফতি নূর আহমদ (রহ.)এর সান্নিধ্যে এসে ইসলাহী দিক-নির্দেশনা নিতেন।

আরও পড়তে পারেন-

আল্লামা মুফতি জসিমুদ্দীন আরো বলেন, মরহুম মুফতি নূর আহমদ (রহ.) ইলমি অঙ্গনের সকল বিষয়ে প্রাজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন। যে কারণে তিনি বাহরুল উলূম তথা ইলমের সমুদ্র হিসেবেও খ্যাতি পান। ইলমে ফিকহ, ইলমে হাদীস ও ইলমে তাফসীরে তিনি সগৌরবে দরস দিতেন। তাঁর দরস থেকে হাজার হাজার আলেম, মুফতি, মুহাদ্দিস, খতীব ও ইমাম গড়ে ওঠেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দ্বীনি বিভিন্ন বিষয়ে আগত প্রশ্নের জবাবে তিনি অগণিত ফতোয়া লিখেছেন ও তসদিক করেছেন। তাঁর সংগৃহীত ফতোয়ার ভাণ্ডার বিশাল। যা হযরত (রহ.) আশরাফুল ফতোয়া নাম দিয়ে ৪ খণ্ডে প্রকাশ করেছেন। এছাড়াও হযরত (রহ.)এর লিখিত সুন্নাতের পরিচয়, বিদআতের মুখোশ উন্মোচন, শিরকের প্রকারভেদ ও ফতোয়া বিষয়ে আরো প্রায় দুই ডজন কিতাব রয়েছে। পাঠক মহলে এসব কিতাব বেশ সমাদৃত হয়েছে। হযরত (রহ.)এর বিদায়ে দ্বীনি অঙ্গনে বিশাল ক্ষতি হয়ে গেছে এবং মুরুব্বী সংকট আরো প্রকট রূপ নিয়েছে। যা সহজে পুরণ হবার নয়।

স্মৃতিচারণ করে শোকবার্তায় আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, ব্যক্তিগতভাবে মুফতি নূর আহমদ (রহ.) আমার আত্মিয় ছিলেন এবং জামিয়া দারুল উলূম হাটজারীর সাবেক মুহতামিম হযরত মাওলানা হামেদ সাহেব (রহ.)এর জামাতা। আত্মিয়ের ঊর্ধ্বে তাঁর সাথে আমার বিশেষ মুহাব্বতের সম্পর্ক ছিল। অসুস্থতায় শায়িত হওয়ার আগে তিনি প্রায় সময় আমার রুমে আসতেন, আমিও তাঁর হুজরায় যেতাম। বিভিন্ন দ্বীনি ও ফিকহী বিষয়ে হযরতের সাথে মুযাকারা ও পরামর্শ বিনিময় হতো। অসুস্থতার সময়েও প্রায়ই হযরতকে দেখতে যেতাম। এতে তিনি অনেক খুশি হতেন। ছাত্রদের প্রতিও হযরত অত্যন্ত স্নেহপরায়ণ ও দয়াদ্র ছিলেন। তাই হযরতের ইন্তিকালে জামিয়া অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় আল্লামা মুহাম্মদ মুফতি জসিমুদ্দীন মরহুম মুফতি নূর আহমদ সাহেবের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতে মরহুমের উঁচু মাক্বামের জন্য বিশেষভাবে দোয়া করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ সকল শোকাহত শিক্ষক-ছাত্র এবং অগণিত শাগরিদ-ভক্তদের প্রতি প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁদের সকলের সবরে জামিলের জন্য বিশেষ দোয়া করেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।