Home অপরাধ ও আইন-আদালত ধারের ১০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

ধারের ১০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

- প্রতিকী ছবি।

ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় পাওনা এক শ’ টাকার জন্য বন্ধুর হাতে জীবন দিতে হলো আরেক বন্ধুকে। সোমবার (১০ এপ্রিল) রাতে আকুয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের নাম নাহিদ (২৫)। তিনি ওই এলাকার দুস মোহাম্মদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ।

আরও পড়তে পারেন-

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নগরীর আকুয়া দক্ষিণপাড়া এলাকার হৃদয় ও নিহত নাহিদ একে অপরের বন্ধু। তারা এক সাথে চলাফেরা করতেন। সম্প্রতি হৃদয়ের কাছ থেকে এক শ’ টাকা ধার নেন নাহিদ।

তিনি আরো জানান, সময় মতো ধারের টাকা পরিশোধ নিয়ে ঘটনার দিন দু’জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পরপরই অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।